প্যাকেজ সমূহ Prices of online and offline versions of Reporter software in Bangladesh

Packages

রিপোর্টার সফটওয়্যারের প্যাকেজগুলো সাজানো হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের ধরণ ও প্রয়োজন অনুযায়ী। তাই আপনার চাহিদা অনুযায়ী প্যাকেজ বেছে নিয়ে সফটওয়্যারটি সহজেই ব্যবহার করতে পারবেন।

বেসিক

৫০০০

অনলাইন / অফলাইন

    • সেলস এবং পার্চেজ (নগদ/বাকি)
    • কাস্টমার ও সাপ্লাইয়ারের সাথে দেনা-পাওনা
    • স্টক (ইনভেন্টরি) ম্যানেজমেন্ট ও ট্র্যাকিং
    • যাবতীয় খরচের হিসাব
    • অর্থ জমা/উত্তোলন
    • আয়-ব্যয় ও লাভ-ক্ষতির হিসাব
    • ব্যবসার সচিত্র গতিধারা (Trends)
    • ড্যাশবোর্ড ও প্রয়োজনীয় রিপোর্টস
    • SMS নোটিফিকেশন
    • ডাটা ব্যকআপ + গুগল ড্রাইভ সিঙ্ক
    • আনলিমিটেড ফ্রী ট্রেনিং এবং সাপোর্ট
    • অনলাইন ৳৪৯০/মাসে, অফলাইন ৳১৯০/মাসে (বছর ভিত্তিতে ১০% ছাড়)
    • সেলস লিমিট ৳৫,০০,০০০ (লিমিট বর্ধনের ব্যবস্থা)

স্ট্যান্ডার্ড

৯০০০

অনলাইন / অফলাইন

    • বেসিক ভার্শনের সবকিছু
    • +
    • বারকোড প্রিন্টিং ও স্ক্যানিং
    • POS প্রিন্টিং
    • প্রাইস কোটেশন
    • ডেলিভারি চালান
    • আনলিমিটেড ফ্রী ট্রেনিং এবং সাপোর্ট
    • অনলাইন ৳৪৯০/মাসে, অফলাইন ৳১৯০/মাসে (বছর ভিত্তিতে ১০% ছাড়)
    • সেলস লিমিট ৳৫,০০,০০০ (লিমিট বর্ধনের ব্যবস্থা)

প্রিমিয়াম

১৫০০০

অনলাইন / অফলাইন

    • স্ট্যান্ডার্ড ভার্শনের সবকিছু
    • +
    • সিরিয়াল নাম্বার ট্র্যাকিং
    • পরিমাণ পরিমাপের ফর্মুলা
    • আনলিমিটেড ফ্রী ট্রেনিং এবং সাপোর্ট
    • অনলাইন ৳৪৯০/মাসে, অফলাইন ৳১৯০/মাসে (বছর ভিত্তিতে ১০% ছাড়)
    • সেলস লিমিট ৳৫,০০,০০০ (লিমিট বর্ধনের ব্যবস্থা)

এন্টারপ্রাইজ

৩৫০০০

অনলাইন / অফলাইন

    • প্রিমিয়াম ভার্শনের সবকিছু
    • +
    • পণ্য উৎপাদন
    • মাল্টি-ওয়্যারহাউস
    • আনলিমিটেড ফ্রী ট্রেনিং এবং সাপোর্ট
    • অনলাইন ৳৪৯০/মাসে, অফলাইন ৳১৯০/মাসে (বছর ভিত্তিতে ১০% ছাড়)
    • সেলস লিমিট ৳৫,০০,০০০ (লিমিট বর্ধনের ব্যবস্থা)

Free Training & Support

উপরের প্রতিটি প্যাকেজের সাথে রয়েছে সহজবোধ্য টিউটোরিয়াল এবং ফ্রি ট্রেনিং ও সাপোর্ট। সফটওয়্যারের সঠিক ব্যবহার নিশ্চিত করতে আমরা আপনাকে প্রয়োজনীয় সব ধরনের সাপোর্ট প্রদান করব।

Free Training

Our trainer will work with you to teach you how to use the software.

User Guide

Comprehensive user guide to show you how to use the software.

Video Tutorial

Video tutorial to get you started with Reporter.

Phone Support

Phone conversation to help and guide you to solve your problem.

Email Support

Email support for valuable advice and help from our experts.

Online Remote Support

Dedicated online remote support using Anydesk.

Easy to Upgrade

রিপোর্টার সফটওয়্যারকে আরও সম্মৃদ্ধ করার জন্য আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। সফটওয়্যারে প্রতিনিয়ত সংযোজন করা হচ্ছে নতুন নতুন অপশন এবং ফীচার। পুরাতন ভার্শনের গ্রাহকরা চাইলে যে কোনো সময় নতুন ভার্শনে মাইগ্রেট করে (ফি প্রযোজ্য) নতুন সব ফিচার এবং অপশন উপভোগ করতে পারবেন।

Extra Features

রিপোর্টারের গ্রাহকরা যে কোনো সময় খুব সাশ্রয়ী মূল্যে রিপোর্টার সফটওয়্যারে বাড়তি মডিউল ও ফীচার অন্তর্ভুক্ত করতে পারবেন। নিচে উল্লেখিত বাড়তি মডিউল ও ফীচার সমূহ সফটওয়্যারের সক্ষমতা বাড়িয়ে দিবে।

Item Serial Tracking

  • এককালীন মূল্য ৯,০০০ টাকা

Item Barcode

  • এককালীন মূল্য ৫,০০০ টাকা

Quantity Measurement Formula

  • এককালীন মূল্য ৯,০০০ টাকা

Item Giveaway

  • এককালীন মূল্য ২,৫০০ টাকা

Delivery Challan

  • এককালীন মূল্য ২,৫০০ টাকা

Multi-warehouse

  • এককালীন মূল্য ৫,০০০ টাকা

Marketing Module

  • এককালীন মূল্য ৫,০০০ টাকা

Production Module

  • এককালীন মূল্য ১৫,০০০ টাকা

Data Archival

  • এককালীন মূল্য ৫,০০০ টাকা

Offline-Online Sync

  • এককালীন ৩,৫০০ টাকা
    (সার্ভার ফি প্রযোজ্য হতে পারে)

Software Upgrade / Data Migration

  • মূল্য ২,৫০০ টাকা

On-site Implementation

  • মূল্য ৫,০০০+ টাকা

User Permissions

  • এককালীন মূল্য ১,৫০০ টাকা

New User Account

  • অনলাইন (মাসিক): ২০০ টাকা
    অফলাইন (মাসিক): ১০০ টাকা
    অফলাইন (এককালীন): ২৫০০ টাকা

ব্যবহারের শর্তাবলী
সফটওয়্যারটি ডাউনলোড বা ব্যবহার করার আগে অনুগ্রহ করে ব্যবহারের শর্তাবলী পড়ে নিন।

রিপোর্টার সফটওয়্যারটি ডাউনলোড বা ব্যবহার করার মাধ্যমে আপনি সফটওয়্যারটি ব্যবহারের শর্তাবলী কোন প্রকার শর্ত ছাড়াই মেনে নিচ্ছেন বলে গন্য হবে। আপনি এই শর্তাবলীর প্রতিটি শর্ত মেনে নিতে অপারগ হলে অনুগ্রহ করে সফটওয়্যারটি ডাউনলোড বা ব্যবহার করবেন না। আপনি যদি কোন প্রতিষ্ঠানের পক্ষে ব্যবহার শর্তাবলীটি মেনে নেন, তবে প্রতিষ্ঠানের পক্ষে ব্যবহারের শর্তাবলী মেনে নেওয়ার আইনগত অধিকার আপনার থাকতে হবে।

 
১. সংজ্ঞা
এই শর্তাবলীয় ব্যবহৃত কিছু শব্দ বিশেষ অর্থ বহন করে যা নিম্নে দেওয়া হলঃ

রিপোর্টার: রিপোর্টার হল একটি সফটওয়্যার / ওয়েব অ্যাপ্লিকেশন যা www.reporter.software থেকে ডাউনলোড করা যাবে।

সফটওয়্যার: যে কোন সফটওয়্যার অ্যাপ্লিকেশন এবং/বা সফটওয়্যারের সব ফাইল, ডাটা এবং সেটআপ ফাইল যা আপনার বা আপনার প্রতিষ্ঠানের জন্য লাইসেন্সকৃত।

ডকুমেন্টেশন: সফটওয়্যার সম্পর্কিত বিস্তারিত তথ্য, এর ফিচারসমুহ এবং টিউটোরিয়াল গুলো যা ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

লাইসেন্স প্রদানকারী: রিপোর্টার সফটওয়্যারের মালিকানা এবং স্বত্বাধিকার প্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান।

আপনি: সফটওয়্যারটির চুড়ান্ত ব্যবহারকারী বা কোন প্রতিষ্ঠানের অনুমদিত প্রতিনিধি যিনি সফটওয়ারটি ব্যবহার করবেন।

লাইসেন্স কি: রিপোর্টার টিম দ্বারা সরবরাহকৃত একটি কোড, যা ব্যবহার করে আপনি সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন।

আপডেটস: সফটওয়্যারের যে কোন প্রকার সংশোধিত সংস্করণ এবং আপডেট, যা সফটওয়্যারে সংযোজন করা হয়।

 
২. লাইসেন্স
১) এই শর্তাবলী অনুযায়ী লাইসেন্স প্রদানকারী আপনাকে এই সফটওয়্যারটি ব্যবহার করার জন্য একটি নন-এক্সক্লুসিভ, অ-হস্তান্তরযোগ্য, সীমিত, ফেরতযোগ্য লাইসেন্স প্রদান করছে।

২) লাইসেন্স প্রদানকারী এই সফটওয়্যারটির একক মালিক। এই সফটওয়্যাটি ডাউনলোড বা ব্যবহার করার মাধ্যমে ব্যবহারকারী বা লাইসেন্সকারী কোন প্রকার মালিকানা অর্জন করবে না।

 
৩. ব্যবহারের অনুমোদন ও সিমাবদ্ধতা
সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করা, আপডেট বা আপগ্রেড করতে হলে আপনার কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট থাকতে হবে এবং আপনার কম্পিউটারে সফটওয়্যারটি ব্যবহার করার জন্য নুন্যতম কনফিগারেশন থাকতে হবে।

১) আপনি সিঙ্গেল ইউসার লাইসেন্স দিয়ে একটি মাত্র কম্পিউটারেই সফটওয়্যারটি ব্যবহার করবেন। আর আপনি যদি মাল্টি-ইউসার লাইসেন্স ক্রয় করেন তবে যে কয়টি ইউসারের জন্য লাইসেন্স ক্রয় করেছেন সেই কয়টি কম্পিউটারেই সফটওয়্যারটি ব্যবহার করবেন

২) আপনি সফটওয়্যারটি আইন অনুযায়ী ব্যবহার করবেন এবং নিম্নে বর্নিত কাজগুলো করা থেকে বিরত থাকবেনঃ

- ভাড়া দেওয়া, ইজারা দেওয়া, ধার দেওয়া, বিক্রি করা, পুনর্বন্টন করা, সাব-লাইসেন্স দেওয়া অথবা বান্যিজিক ভাবে লাইসেন্স ব্যবহার করা।

- লাইসেন্স প্রদানকারীর লিখিত অনুমোদন ছাড়া অন্য কাউকে লাইসেন্স দেওয়া

- সফটওয়্যারের বেআইনি অথবা অবৈধ ব্যবহার

- রিপোর্টার সফটওয়্যারের স্বত্ব/মালিকানা সম্পর্কিত তথ্য মুছে ফেলা বা পরিবর্তন করা

- কপি, পরিবর্তন, অনুবাদ, রিভার্স ইঞ্জিনিয়ার অথবা মূল কোডের সংযোজন বা বিয়োজন করা

৩) লাইসেন্স প্রদানকারী ব্যবহারকারীকে কোন প্রকার নোটিশ না দিয়েই সফটওয়্যারের যেকোন ধরনের পরিবর্তন করার ক্ষমতা রাখে।

 
৪. প্রযুক্তিগত সহায়তা
১) আপনি রিপোর্টারের ফ্রী ভার্শনটি ব্যবহার করলে ফ্রী কোন সাপোর্ট দাবি করতে পারবেন না। কিন্তু আপনি ফোন করে বিভিন্ন তথ্য জানতে পারবেন। লাইসেন্স প্রদানকারী অন-সাইট বা রিমোট সাপোর্টের জন্য চার্জ করতে পারে।

২) সফটওয়্যারটি নতুন ভার্শনে আপগ্রেড করতে হলে কিছু মাইগ্রেশন বা আপগ্রেডেশন ফী প্রযোয্য হতে পারে।

৩) সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও সাপোর্ট প্রদান নির্ভর করবে সাপোর্ট টিমের কাজের চাপ এবং তাদের প্রাপ্যতার এর উপর।

 
৫. ডাটার ব্যবহার
লাইসেন্স প্রদানকারী ডাউনলোড বা ক্রয়কৃত সফটওয়্যার সম্পর্কিত বিভিন্ন ডাটা পর্যায়ক্রমে সংগ্রহ করতে পারে। যেমন আপনি সফটওয়্যারটি ব্যবহার করছেন তার ভার্শন নাম্বার, আপনি যে সিস্টেমে সফটওয়্যারটি ব্যবহার করছেন তার কনফিগারেশন। লাইসেন্সকারী এই সকল তথ্য ব্যবহার করবে সফটওয়্যারের সাপোর্ট, রক্ষনাবেক্ষন এবং উন্নয়নের জন্য।

 
৬. ডিসক্লেইমার
১) আপনি সফটওয়্যারটি নিজের ঝুকিতে ব্যবহার করবেন এবং সফটওয়্যারটির গুনমান ও কর্মক্ষমতা সম্পর্কিত সম্পূর্ণ ঝুঁকি আপনার নিজের।

২) সফটওয়্যার এবং আনুষাঙ্গিক ডকুমেন্টেশনের উপর কোন প্রকার ওয়ারেন্টি প্রযোয্য হবে না। ব্যবসায়ী, পরিবেশকদের, এজেন্ট অথবা কর্মীদের সফটওয়্যার সম্পর্কিত কোন প্রকার ওয়ারেন্টি দেওয়ার অনুমতি লাইসেন্স প্রদানকারী দেয় না।

 
৭. দায়ভার
লাইসেন্সধারী এবং ব্যবহারকারীর কোন প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষয়ক্ষতির জন্য লাইসেন্স প্রদানকারী এবং সফটওয়্যারটি তৈরী ও ডেলিভারী যারা করেছে কেউই দায়ী থাকবে না।

 
৮. পরিসমাপ্তি
১) ব্যবহারকারী কোন শর্ত অমান্য করলে লাইসেন্স প্রদানকারী ব্যবহারের শর্তাবলীটি কোন প্রকার পুর্ব নোটিশ ছাড়াই পরিসমাপ্তি করতে পারে যা তাৎক্ষণিক ভাবে প্রযোয্য হবে। শর্তাবলী বাতিল হলেও সকল ডিউ পেমেন্ট লাইসেন্স প্রদানকারীকে পরিশোধ করবে।

২) শর্তাবলী বাতিল করার সাথে সাথে সফটওয়্যারের সকল চুক্তি বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে লাইসেন্স প্রদানকারীর প্রতিনিধি ব্যবহারকারীর কর্মক্ষেত্রে গিয়ে সংশ্লিষ্ট কম্পিউটার হতে সফটওয়্যার এবং অন্যান্য তথ্য মুছে দেওয়ার ক্ষমতা রাখে।

৩) আপনি যদি সফটওয়্যার বা এর সাপোর্টে সন্তুষ্ট না হন তাহলে যেকোন সময় এই চুক্তিপত্র বাতিল করতে পারেন। এর জন্য কোন প্রকার অনুমতির দরকার হবে না এবং কোন প্রকার রিফান্ড দাবি করা যাবে না।

৪) আপনাকে মেনে নিতে হবে যে এই চুক্তির শর্তাবলী গুলো চুক্তিটি বাতিল হওয়ার পরও কার্যকর থাকবে।

 
৯. প্রযোজ্য আইন
১) এই শর্তাবলীটি বাংলাদেশের প্রচলিত আইনের লংঘন না করে কার্যকর হবে।

লাইসেন্স প্রদানকারী এই ব্যবহারের শর্তাবলীটি প্রতিনিয়ত পরিবর্তন ও আপডেট করার ক্ষমতা রাখে। আপডেটেড ব্যবহারের শর্তাবলী রিপোর্টারের ওয়েবসাইট www.reporter.software এ প্রকাশিত হওয়ার সাথে সাথে কার্যকর হবে।