পণ্য বিক্রি করলে - Accounting Software in Bangladesh

পণ্য বিক্রি করলে

Customer এর কাছে পণ্য বা সার্ভিস বিক্রি করলে; ট্রান্সাকশনটি Sales Invoice হিসেবে রেকর্ড করতে হবে। Sales Invoice তৈরী করার জন্য:

1. Side Menu হতে Sale >> Sales সিলেক্ট করুন।

2. Add Sale বাটনে click করুন।

3. Entry ফর্মে Invoice এর তথ্যগুলো এন্ট্রি করে Save বাটনে click করুন।

যদি কোনো item এর উপর নির্দিষ্ট পরিমাণ টাকা discount দিতে চান তাহলে Dsc Flat কলামে আর Percentage হিসাবে Discount দিতে চাইলে Dsc % কলামে তা Type করে দিন। মোট কত টাকা discount দেওয়া হচ্ছে তা Dsc কলামে দেখতে পারবেন।

Item এর উপর Tax প্রযোজ্য হলে Tax এর Percentage টি নিচের Tax Rate option হতে select করতে পারবেন।

Discount ও Tax apply হওয়ার পর নিট পরিমাণ Subtotal column এ দেখতে পাবেন।