Data Restore করার পদ্ধতি - Accounting Software in Bangladesh

Data Restore করার পদ্ধতি

Data Restore করার জন্য Top Menu হতে Settings->Backup select করুন। এরপর নিচে দেওয়া যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করুন।


১ম পদ্ধতিঃ

Previous Backups List হতে যে তারিখের Data Restore করতে চান সেই তারিখের এর Restore লিংকে ক্লিক করুন।

২য় পদ্ধতিঃ

আপনি যদি Backup File টি অন্য কোন Drive এ Save করে রাখেন তবে–

1. Restore section এর Choose File বাটনে ক্লিক করুন।

2. File টি যে Drive এ আছে সেখান থেকে File টি Select করে দিন। মুহুর্তের মধ্যেই Data Restore হয়ে যাবে।

উল্লেখ্য, যে ফাইলটি সিলেক্ট করবেন সেই ফাইলের নামের মধ্যে যেন স্পেস না থাকে। স্পেস থাকলে ফাইলের নামটি Rename করে নিয়ে পুনরায় সিলেক্ট করুন।