কাস্টমার বিক্রিত পণ্য ফেরত দিলে - Accounting Software in Bangladesh

কাস্টমার বিক্রিত পণ্য ফেরত দিলে

কাস্টমার বিক্রিত পণ্য ফেরত দিলে, লেনদেনটি Sale Return হিসেবে এন্ট্রি করতে হবে। কাজটি করার জন্য:

1. Side Menu হতে Sale >> Sales সিলেক্ট করুন।

2. Sale Invoice List স্ক্রিনে যে ইনভয়েসের বিপরীতে Sale Return রেকর্ড করতে চান সে ইনভয়েসটি সিলেক্ট করুন (ইনভয়েসটি খুঁজে পেতে প্রয়োজনে Search অপশন ব্যবহার করুন)।

3. List স্ক্রিনে ইনভয়েসটি সিলেক্ট করলে Invoice Detail চলে আসবে। Detail এর নিচে অবস্থিত Add Sale Return বাটনে Click করুন।

4. Return সংক্রান্ত তথ্য এন্ট্রি করে Save বাটনে Click করুন।