Editing of an invoice in the accounting and inventory management software

ইনভয়েস Edit করার পদ্ধতি

ইনভয়েস Edit করার জন্য:

1. যে Invoice টি Edit করতে চান সেটি সিলেক্ট করে Invoice Detail এ প্রবেশ করুন।

2. Invoice Detail স্ক্রিনে Cancel বাটনে ক্লিক করে Invoice টি বাতিল করুন। এখানে উল্লেখ্য, ইনভয়েসের বিপরীতে Collection বা Sales Return এন্ট্রি করা থাকলে ইনভয়েসটি Cancel করার পূর্বে Collection ও Sales Return গুলো বাতিল করতে হবে।

3. এরপর Copy বাটনে ক্লিক করুন। এরপর প্রদর্শিত ডাটা প্রয়োজন মতো সংশোধন করে Save বাটনে ক্লিক করুন। এতে একটি সংশোধিত Invoice তৈরী হবে।

এখানে লক্ষণীয়, হিসাবের গরমিল ঠেকাতে এবং স্বচ্ছতা বজায় রাখতে বাতিল করা লেনদেন গুলোও সফটওয়্যারে সংরক্ষণ করা হয়। তাই সংশোধিত ইনভয়েসে নতুন ID দেওয়া হয়।