ইনভয়েসের পেমেন্ট পরিশোধ করলে (পদ্ধতি-২) - Accounting Software

ইনভয়েসের পেমেন্ট পরিশোধ করলে (পদ্ধতি-২)

সফটওয়্যারে একাধিক ইনভয়েসের পেমেন্ট রেকর্ড করার ক্ষেত্রে, প্রতিটি ইনভয়েসের Detail স্ক্রিন হতে পেমেন্ট রেকর্ড না করে একই স্ক্রিন হতে একাধিক ইনভয়েসের পেমেন্ট রেকর্ড করা যায়। কাজটি করার জন্য:

1. Side Menu হতে Purchase >> Payments সিলেক্ট করুন।

2. Add Payment বাটনে Click করুন।

3. টাকার পরিমাণ এবং যে ইনভয়েস গুলোর পেমেন্ট রেকর্ড করতে চান সেগুলো সিলেক্ট করে Save বাটনে Click করুন।