পণ্যের মজুদ Adjust বা সমন্বয় করার পদ্ধতি - Accounting Software

পণ্যের মজুদ Adjust বা সমন্বয় করার পদ্ধতি

অনেক সময় অপ্রত্যাশিত কারণে ইনভেন্টরিতে রাখা আইটেম এর মজুদ পরিবর্তিত হয়। যেমন আইটেম নষ্ট হয়ে যাওয়া, চুরি হওয়া ইত্যাদি। এরকম পরিস্থিতিতে সফটওয়ারে আইটেম এর পরিমান এডজাস্ট করতে হয়। ইনভেন্টরিতে আইটেম এর পরিমান এডজাস্ট (সমন্বয়) করার জন্য:

1. Side Menu হতে Item >> Adjustments select করুন।

2. Add Adjustment বাটনে Click করুন।

3. যে Item গুলোর পরিমান সমন্বয় করবেন সেই Item গুলোর সঠিক পরিমান Correct Quantity কলামে এন্ট্রি করুন।

4. Save বাটনে Click করুন।

stock adjustment