সফটওয়্যারে সবার প্রথমে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য সেট করতে হবে। কাজটি করার জন্য:
1. Top Menu হতে Settings এ click করুন।
2. General select করুন।
3. এখানে কিছু ডেমো ডাটা আমরা দিয়ে রেখেছি। Edit বাটনে ক্লিক করে এখানে আপনার প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্যগুলো দিয়ে দিন।
4. এরপর Save এ click করুন।
এখানে দেওয়া প্রতিষ্ঠানের নাম, Logo এবং Contact Information ইনভয়েস এবং রিপোর্টগুলোতে Show হবে। তাই আপনার ব্যবসা সম্পর্কে নির্ভুল তথ্য দিন।
5. এরপর Logo set করার জন্য বাটনে এ click করে Logo File টি সিলেক্ট করুন।
উল্লেখ্য, এখানে logo হিসাবে আপনি যে Image টি সিলেক্ট করবেন তার সর্বোচ্চ File Size 20 KB এবং Height ও Width 130px এর মধ্যে হতে হবে।