যে যে Item বা পণ্যের হিসাব আপনি সফটওয়ারে দেখতে চান সেগুলো এন্ট্রি করতে হবে।
পণ্যের পাশাপাশি যে কোনো সার্ভিস এবং অন্যান্য খাত যা ইনভয়েসে অন্তর্ভুক্ত হতে পারে (যেমন গাড়ি ভাড়া, লোডিং খরচ ইত্যাদি) তাও এন্ট্রি করতে পারবেন।
মজুদযোগ্য পণ্য এন্ট্রি করার জন্যঃ
1. Side Menu হতে Item >> Items সিলেক্ট করুন।
2. Add Item এ click করুন।
3. Entry ফর্মে item এর তথ্যগুলো Entry করে Save বাটনে click করুন।
প্রয়োজনে Purchase, Selling এবং Stock এর জন্য ভিন্ন ভিন্ন Measurement Unit সিলেক্ট করে Item টির ক্রয়, বিক্রয় এবং মজুদের হিসাব ভিন্ন ভিন্ন Unit এ রাখতে পারবেন।
যে কোনো সার্ভিস, খরচ অথবা মজুদের হিসাব প্রয়োজন নয় এমন পণ্য এন্ট্রি করার জন্যঃ
1. Entry ফর্মে Product অপশনটি Off করুন।
2. Item এর তথ্যগুলো Entry করে Save বাটনে click করুন।
উল্লেখ্য, Item এন্ট্রি করার অপশনটি ইনভয়েস তৈরির স্ক্রিনেও দেওয়া হয়েছে। তাই নতুন যে কোনো Item ইনভয়েস তৈরির সময়ও সফটওয়্যারে এড করা যাবে।