Customer List তৈরী করার জন্য প্রতিটি Customer এর তথ্য সফটওয়ারে এন্ট্রি করতে হবে। Customer এর তথ্য এন্ট্রি করার জন্যঃ
1. Side Menu হতে Sale >> Customers সিলেক্ট করুন।
2. Add Customer বাটনে click করুন।
3. Entry ফর্মে Customer এর তথ্যগুলো Entry করে Save বাটনে click করুন।
এখানে উল্লেখ্য, লাল চিহ্ন দেওয়া বক্স গুলো অবশ্যই পূরণ করতে হবে।
Customer এন্ট্রি করার অপশনটি পার্চেজ ইনভয়েস বা ক্রয়-মেমো তৈরির স্ক্রিনেও দেওয়া হয়েছে। তাই নতুন যে কোনো Customer ইনভয়েস তৈরির সময়ও সফটওয়্যারে এড করা যাবে।