সতর্কতা: রিপোর্টারের নতুন ভার্শন ইনস্টলেশন করার সময় আগের সমস্ত ডাটা মুছে যাবে। তাই ইনস্টলেশনের আগে ডাটা ব্যাকআপ নিয়ে রাখুন।
১. রিপোর্টার আপগ্রেড করার জন্য পূর্বের ভার্শনের উপর নতুন ভার্শন Install করতে হবে। এ জন্য .exe ফাইলটি ক্লিক করে রান করুন।
২. সিরিয়াল নাম্বার হিসেবে পূর্বে ব্যবহৃত ইমেইল এড্রেসটি টাইপ করে দিন।
৩. ইনস্টলেশন চলাকালীন নিচের নোটিফিকেশনটি আসলে Do not close the applications অপশন সিলেক্ট করুন।
৪. নিচের নোটিফিকেশনটি আসলে Skip this file (not recommended) অপশন সিলেক্ট করুন।
৫. ইনস্টলেশন শেষে Chrome ব্রাউজার ওপেন করে কিবোর্ডে Ctrl এবং H একসাথে প্রেস করুন।
৬. Clear browsing data অপশনে ক্লিক করুন।
৭ . এরপর নিচের মতো All time এবং Cached images and files অপশন সিলেক্ট করে Clear data বাটনে ক্লিক করুন।
৮. সবশেষে কম্পিউটারটি একবার Restart করুন।