সব ধরণের খরচের হিসাব আপনি সফটওয়্যারে রাখতে পারবেন এবং দৈনিক, সাপ্তাহিক, মাসিক বা অন্য যে কোনো সময়সীমার মধ্যে কোন খাতে কত খরচ হলো তা খুব সহজে দেখতে পারবেন। তবে এজন্য Expense Area বা খরচের খাত গুলো সফটওয়্যারে সেট করে রাখতে হবে।
Expense Area বা খরচের খাত সেট করার জন্যঃ
1. Settings screen এ Business tab select করুন।
2. Expense Area এ click করুন।
3. খরচের খাত গুলো একটি একটি করে এড করুন।