পেমেন্ট কালেকশন করলে (পদ্ধতি-২) - Accounting Software

পেমেন্ট কালেকশন করলে (পদ্ধতি-২)

কাস্টমারের কাছ থেকে বকেয়া আদায় করলে, লেনদেনটি এন্ট্রি করার জন্য:

1. Side Menu হতে Sale >> Collections সিলেক্ট করুন।

2. Add Collection বাটনে Click করুন।

3. টাকার পরিমাণ এবং যে ইনভয়েস গুলোর পেমেন্ট রেকর্ড করতে চান সেগুলো সিলেক্ট করে Save বাটনে Click করুন।