Tax Rate সেট করা - Accounting Software in Bangladesh

Tax Rate সেট করা

Tax Rate সেট করা বাধ্যতামূলক নয়। কিন্তু Item কেনা বা বেচার সময় Tax প্রয়োগ করতে চাইলে Tax Rate সফটওয়্যারে Set করে রাখতে হবে।

Tax Rate সেট করে রাখলে Invoice তৈরি করার সময় আইটেমের উপর Tax প্রয়োগ করতে পারবেন।

Tax Rate সেট করার জন্যঃ

1. Settings screen এ Business tab select করুন।

2. Tax Rate এ click করুন।

3. ব্যবসায় ব্যবহৃত ট্যাক্সের পার্সেন্টেজ গুলো Tax Rate হিসেবে টাইপ করে দিন।