ক্রয়-বিক্রয়ের সময় যে যে একক (box, kg, etc.) ব্যবহার করে Item পরিমাপ করবেন, সেগুলো হলো Measurement Unit বা পরিমাপের একক। এই Measurement Unit গুলো Software এ সেট করা থাকতে হবে।
আমরা বেশ কিছু Measurement Unit সফটওয়্যারে আগে থেকে set করে দিয়েছি। আপনি যদি ভিন্ন কোনো Unit ব্যবহার করতে চান, তবে সেই Unit টি এড করে নিতে পারবেন।
Measurement Unit বা পরিমাপের একক সেট করার জন্যঃ
1. Settings screen এ Business tab select করুন।
2. Measurement Unit এ click করুন।
3. যে যে Measurement Unit গুলো ব্যবহৃত হবে না সেগুলো আনচেক করে দিন। নতুন কোনো Unit যোগ করতে চাইলে, খালি Row তে Unit টির নাম টাইপ করুন এবং চেকবক্স এ টিক দিন।