ভুলবশত কোন লেনদেন এন্ট্রি করে ফেললে আপনি তা বাতিল করতে পারবেন। এজন্য লেনদেনটির Cancel বাটনে ক্লিক করতে হবে।
উদাহরণস্বরূপ, কোনো ইনভয়েসের Collection বাতিল করতে চাইলে:
1. Side Menu হতে Sale >> Sales select করুন।
2. যে Invoice এর Collection বাতিল করতে চান সেই Invoice টি select করুন।
3. Invoice details এ Add Collection বাটনে ক্লিক করুন।
4. যে Collection টি বাতিল করতে চান সেটির Cancel বাটনে ক্লিক করে Collection টি বাতিল করুন।
একই ভাবে কোনো Sales Invoice বাতিল করতে চাইলে:
2. যে Invoice টি বাতিল করতে চান সেই Invoice এর উপর click করুন।
3. Invoice Detail সেকশনে Cancel বাটনে ক্লিক করে ইনভয়েসটি বাতিল করুন।
উল্লেখ্য, ইনভয়েসের বিপরীতে Collection বা Sales Return এন্ট্রি করা থাকলে ইনভয়েসটি Cancel করার পূর্বে Collection ও Sales Return গুলো বাতিল করতে হবে। তারপর invoice টি Cancel করা যাবে।